চলতি বছরেই ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ নামে দেশে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির মালিকানায় থাকছে গ্রামীণ ট্রাস্ট। রাজধানীর উত্তরায় বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে। উত্তরার ১৭ নম্বরে সেক্টরে এর ক্যাম্পাস হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জায়গা ঘুরে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ইউজিসির পক্ষ থেকে একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর সেখান থেকে নতুন এ বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের ব্যাপারে সরকার সিদ্ধান্ত জানাবে।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূইয়া বলেন, পরিদর্শনে আমরা সন্তোষজনক চিত্র দেখেছি। খুব দ্রুতই আমরা এ নিয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাব।
প্রসঙ্গত, দেশে বর্তমানে দেশে ইউজিসির অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৫টি। এরমধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৯টি বিশ্ববিদ্যালয়ে নানান জটিলতায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।