বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

| ২৩ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বিইউএফটি’তে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও জাতীয় উদ্যোক্তা প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ২৮ জানুয়ারি ২০২৫

বিইউএফটি’তে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও জাতীয় উদ্যোক্তা প্রদর্শনী

ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’তে (বিইউএফটি) ২৮ জানুয়ারি, মঙ্গলবার হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও ২ দিন ব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। জাতীয় উদ্যোক্তা প্রদর্শনী ২৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

নেসলে ও স্যাভোরার সহযোগিতায় এতে ১৩টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি টিম চমকপ্রদ স্টলে তাদের উদ্যোক্তা হবার গল্প প্রচার ও প্রোডাক্ট প্রদর্শন করে। অন্যদিকে লালামুভ, আরিয়ান ফ্যাশন ও পিপল এন টেক এর সহযোগিতায় বিইউএফটি বিজনেস ক্লাব ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালিস্ট ৬ টি দল থেকে চ্যাম্পিয়ন হবার মুকুট অর্জন করে ডেনিম রিভাইভ, প্রথম রানার-আপ ক্যান্ট্রোম্যান্ট্রো এবং টিম ভিসকোস দ্বিতীয় রানার-আপ হয়। এই তিনটি দলের যে কোন একটি রিজিওনাল সামিটে অংশ নিয়ে $ মিলিয়ন গ্লোবাল প্রাইজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।  

হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও ২ দিন ব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. মঈনুদ্দিন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনালে বিচারক ছিলেন বিইউএফটি’র ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. এস. এম. আখতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হাসান, লালামুভ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আন্দি এম রিজকি, উদ্যোক্তা জনাব মো. আশরাফুল হকসহ বিইউএফটি’র শিক্ষক এবং শিল্প বিশেষজ্ঞরা।