
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে এর আয়োজন করা হয়।
শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেছেন, জুলাই মাসে বদলে গেছে বাংলাদেশ। ৫ আগস্টের পরে তারুণ্যের কারণে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তরুণ সমাজ পথ দেখিয়েছে কিভাবে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আজকের এই শিক্ষার্থীরা সেই পথের দিশারি। বাংলাদেশ আর কখনো তার আগের জায়গায় ফেরত যাবে না।
ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি কিহাক সাং সমাবর্তন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মশিউল আজম (সজল) ও মোহাম্মদ নাছির বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট ২,৭৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, সমাবর্তনে যারা ডিগ্রী অর্জন করেছেন, তারা যেন বাংলাদেশের দিশারি হয়ে গড়ে উঠেন। তিনি প্রত্যাশা করেন বাংলাদেশকে এগিয়ে নিতে তারা ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন। তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।