
তালাবদ্ধ ইউআইইউ ক্যাম্পাস
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অচলাবস্থা নিরসনসহ উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করেছে বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড অব ট্রাস্টিজ সম্প্রতি ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন অভিযোগ ও বক্তব্য পর্যালোচনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. সাদিদ মুনীর। আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের শিক্ষক ড. মোহাম্মদ তারিক হাসান। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত করে প্রমাণসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ইউআইইউ উপাচার্য অধ্যাপক আবুল কাসেম মিয়া ও সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদার পদত্যাগ দাবিতে গত শনিবার বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাতেই উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সকল অনুষদের ডিন পদত্যাগ পত্র জমা দেন। উদ্ভুত পরিস্থিতিতে গত রবিবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।