পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় হলসমূহ খুলে দেওয়া হয়। এর আগে গত ৪ এপ্রিল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এদিকে গত ১১ মার্চ থেকে ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৬-১৭ এপ্রিল অফিসসমূহ বন্ধ ছিল। এই ছুটি শেষ হয়েছে গত বুধবার। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আজ শনিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু ও অফিসসমূহ চালু হয়।
এআই