রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

| ২৪ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও রাতে বিক্ষোভ শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:২২, ১৫ জুলাই ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও রাতে বিক্ষোভ শিক্ষার্থীদের

প্রধানমন্ত্রীর কোটার বিষয়ে মন্তব্যকে ঘিরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ১৪ জুলাই, রবিবার রাতে বিক্ষোভ মিছিল হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও। 

রাত ১১টায় ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মিছিল দিতে দিতে শিক্ষার্থীরা মূল ফটকে আসে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দুটি হলেও আলাদা আলাদা সময়ে একই স্লোগান দেয়া হয়। এসময় শিক্ষার্থীরা থালা-বাটি ব্যবহার করেন।

হল ও মিছিলে শিক্ষার্থীরা 'তুই কে আমি কে, রাজাকার রাজাকার, একাত্তরের রাজাকার, গর্জে উঠ আরেকবার, তুই বেটা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তোমার আমার পরিচয়, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার' বলে স্লোগান দিতে থাকেন।