শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সাধারণ শিক্ষার্থীদের প্যাড সম্বলিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান তারা। সেই বিজ্ঞপ্তি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষকদের উদ্দেশ্য করে বলা হয়েছে, জাতির এই ভয়াল মুহূর্তে অন্য সব বিশ্ববিদ্যালয়ের মতো স্বাধীন বাংলাদেশে অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মহাবিপ্লবে সামিল। আর এই মহাজাগরণে আপনাদের (শিক্ষকদের) প্রদত্ত দীক্ষাই শিক্ষার্থীদের মূখ্য অনুপ্রেরণা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের এই বিপ্লবে এখনো পর্যন্ত দেশের সকল সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সামিল হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অবস্থান জাতির সামনে স্পষ্ট নয়। আপনাদের নিকট উদাত্ত অনুরোধ, মহাবিপ্লবে সাধারণ ছাত্র-জনতার সাথে একাত্মতা স্পষ্ট করুন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ক্লাসের দীক্ষা রাজপথে প্রয়োগের সময় এসেছে। আমাদের গুরুজনকে পাশে না পেয়ে আমরা দিশেহারা। আপনারা আসুন শিক্ষার্থীর কাতারে, আবার ভালো দেশ হোক এই স্বপ্নে জুড়ে দিন আপনাদের জ্ঞানের স্রোত প্রবাহ।