মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

| ১ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

চাকরি জাতীয়করণের দাবি

কুবিতে আনসার সদস্যদের কর্মবিরতি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ২৪ আগস্ট ২০২৪

কুবিতে আনসার সদস্যদের কর্মবিরতি

চাকরি জাতীয়করণের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) নিয়োজিত আনসার সদস্যরা  কর্মবিরতি  পালন করেছেন। ফলে শুক্রবার সকাল থেকেই আনসারদের দায়িত্বসংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের দেখা যায়নি।

এ ব্যাপারে কুবির নিরাপত্তা দপ্তরের প্রধান সাদেক হোসেন মজুমদার বলেন, 'কর্মবিরতির বিষয়টি অবগত আছি।'

এ ব্যাপারে কুবির সহকারী আনসার কমান্ডার এপিসি আবদুল হক বলেন, "আমরা ১৯৪৮ সাল থেকে। বৈষম্যের শিকার। আনসার, ব্যাটালিয়নদের মধ্যে ব্যাটালিয়নদের জাতীয়করণ হলেও আমরা বারবার বঞ্চিত। আমরা আর বঞ্চিত হতে চাই না। চাকরি জাতীয়করণের দাবিতে আমরা একদফা কর্মসূচি পালন করছি।"

তিনি আরও বলেন, "যদিও আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কর্মবিরতিতে আছি কিন্তু সিভিলে আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখছি। তাছাড়া অনাকাঙ্ক্ষিত বন্যা পরিস্থিতিতে আমরা নিজেদের উদ্যোগে তাদের জন্য ত্রানের ব্যবস্থা করছি। আমরা চাই উপরমহল আমাদের দাবিগুলো মেনে কর্মে ফিরার সুযোগ করে দিক।”