দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ক্লাস-পরীক্ষা চালু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা।
শনিবার (২৪ আগস্ট) সাকাল ১০ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত ডিনস কমিটির সভা থেকে এই আহ্বান জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
সভা সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের এবং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা শুরু করার দাবির সঙ্গে ঐক্যমত পোষণ করেছেন ডিনরা। বাংলাদেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ক্লাস এবং পরীক্ষা চালু করার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেন তারা। বিষয়টি নিয়ে তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে সভায় জীব বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মনজুরুল হক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন।