মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

| ১ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিনিয়োগ দিয়েছে সরকার। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তথ্যমতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়েটির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, খুলনা প্রকৌল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (কুয়েট) বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়টির   এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে উপাচার্য হিসেবে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। 

রাজশাহী ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনেরত শিক্ষার্থীদের পাশে না থাকা এবং নানাভাবে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তুলে ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের পদধারীদের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টসহ বিভিন্ন দপ্তর প্রধানরা। অবশ্য কিছু কিছু দায়িত্বশীলরা নিজ থেকেও পদত্যাগ করেছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিরাজ করছে প্রশাসনিকভাবে অচলাবস্থা।

এই অচলাবস্থা কাটাতে দ্রুত এসব নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয় সরকার।