শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

| ৭ পৌষ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইবিতে উপাচার্যের মতবিনিময় সভায় সময় স্বল্পতা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ১ অক্টোবর ২০২৪

ইবিতে উপাচার্যের মতবিনিময় সভায় সময় স্বল্পতা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে নতুন উপাচার্যের উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের মতামত জানানোর জন্য যথেষ্ট সময় না দেওয়ায় তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা দেখা গেছে। এসময় শিক্ষকদের সময়ের মূল্য থাকলেও শিক্ষার্থীদের সময়ের মূল্য দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সংস্কার নিয়ে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে শিক্ষার্থীদের উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক,  কর্মকর্তাসহ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানা যায়, মতবিনিময় সভায় সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সংস্কার ভাবনা পেশ করা হয়। এসময় প্রায় অর্ধশতাধিক দাবি উপস্থাপন করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে উপাচার্যের কাছে সংস্কারের দাবি পেশের সময় দেয়া হয়। এসময় বিভিন্ন বিভাগের ১০/১২ জন শিক্ষার্থী সংস্কার ভাবনা তুলে ধরলেও সময় স্বল্পতার কথা বলে অন্যদের মতামত না দেওয়ার ঘোষণা করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়৷ পরে উপাচার্য নিজে  মাইক্রোফোন হাতে নেন এবং দুঃখ প্রকাশ করে ইউজিসি'র একটি জরুরি টিম বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণে এসেছে জানালে শিক্ষার্থীরা শান্ত হয়।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশাত নিরব লিখেছেন, ছাত্রদের পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরে হয়েছে নিঃসন্দেহে তা সবকিছুই গঠনমূলক এ বিষয়ে কোনো বিচ্যুতি নেই  তবে এর বাহিরে অনেক কিছুই থাকতে পারে সেটা বলার এবং জানার অধিকার সবার ছিলো। তবে আমাদেরও দোষ আছে যেখানে বার বার বলা হচ্ছিল যে সবাই নিজের পরিচয় না দিয়ে শুধু দাবি বলুন আর একজন একটা দাবি বলুন। তা না মেনে অনেকে ৪/৫ টা দাবি তুলেছে। সবাই ১ টা করে প্রস্তাব উপস্থাপন করলে অন্তত আরও ২০/২৫ জন কথা বলার সুযোগ পেতো। ভিসি স্যার যেহেতু বলেছেন তিনি আরও মতবিনিময় সভা করতে চান হোক সেটা বিভাগীয় বা অনুষদ ভিত্তিক। পরবর্তীতে মতবিনিময় সভা আরও পরিকল্পিত হবে বলে আশা করছি।

সভায় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আজকে শিক্ষার্থীদের সাথে উপাচার্যের উন্মুক্ত মতবিনিময় সভা হবে। কিন্তু উন্মুক্ত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের বেলায় সময় বেঁধে দেয়া হয়। যা খুবই দুঃখজনক ব্যাপার। এসময় তিনি আরও বলেন, শিক্ষকদের সময়ের মূল্য থাকলেও শিক্ষার্থীদের বেলায় সময়ের মূল্যের কথা বিবেচনা করা হয় না।


এদিকে বিষয়টি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য একটি প্রতিনিধি দল এসেছে। এজন্য এই সভাটি একটু সংক্ষেপ করা হচ্ছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়াও আমি প্রতিটি অনুষদে-বিভাগে গিয়ে সকলের আলাদা করে দাবি শুনবো। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এআই