শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

| ৭ পৌষ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বেরোবিতে চড়ুইভাতি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান পালন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ৫ অক্টোবর ২০২৪

বেরোবিতে চড়ুইভাতি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান পালন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং চড়ুইভাতির অনুষ্ঠান  দিনব্যাপী পালন  করা হয়েছে। 

শনিবার (৫অক্টোবর) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায়  দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চড়ুইভাতি অনুষ্ঠান পালন করা হয়েছে ।ইতিহাস ও  প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক সোহাগ  আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটির পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিল বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক  আরা তানজিয়া, সহযোগী অধ্যাপক মো: গোলাম রব্বানী, সহযোগী অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান,সহকারী অধ্যাপক মো:সোহাগ আলী প্রভাষক মো: রবিউল ইসলাম, প্রভাষক মো:মনিরুল ইসলাম ও প্রভাষক সীমা আক্তার  এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। 

 এই সময় শিক্ষার্থীরা বলেন, এই ধরনের খেলার আয়োজন আমাদের মধ্যে সজীবতা নিয়ে এসেছে। খেলাধুলা আমাদের শুধু আনন্দ দেয় না। খেলাধুলার মাধ্যমে আমাদের শুধু শারীরিক ব্যায়াম হয় না। এর মাধ্যমে আমরা মানুষিক প্রশান্তি লাভ করি। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার কোনো বিকল্প হয় না। কিন্তু যখন আমরা খেলার পুরুস্কার পাই তখন আমাদের অন্য রকম ভালো লাগা কাজ করে। আর পুরস্কার হিসেবে যে মেডেল বা পুরুস্কার পাই এটা আমাদের পরবর্তী জীবনের জন্য একটা বড় পাওয়া থাকে।বিশ্ববিদ্যালয় জীবনের অর্জন গুলো পরবর্তী জীবনে এভাবে স্মৃতি হিসেবে থাকে যা পরবর্তী প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।   

ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো:মনিরুজ্জামান  বলেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব  বিভাগের চড়ুইভাতি ও পুরস্কার পুরস্কার বিতরনীর  আয়োজন করা হয়েছে। ক্রীড়া পুরস্কার বিতরনী ও চড়ুইভাতির  আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এতে প্রথম বর্ষের শিক্ষার্থী থেকে মাস্টার্স শিক্ষার্থী পর্যন্ত অংশগ্রহণ করে। এ যেন ইতিহাস  প্রত্নতত্ন বিভাগের মিলন মেলায় পরিণত হয়েছে। 

ইতিহাস ও  প্রত্নতত্ব বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক  আরা তানজিয়া শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশুনার প্রতি সীমাবদ্ধ না থেকে এ ধরনের সংস্কৃতি ও ক্রীড়া চর্চার প্রতি সম্পৃক্ত হবার আহ্বান জানান।