শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

| ৩ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ঢাবিতে শোক দিবস আজ, জগন্নাথ হল ট্রাজেডির ৩৯ বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৭, ১৫ অক্টোবর ২০২৪

ঢাবিতে শোক দিবস আজ, জগন্নাথ হল ট্রাজেডির ৩৯ বছর

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন শিক্ষার্থী, ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। দুর্ঘটনায় আহত হন শতাধিক শিক্ষার্থী-কর্মচারী। আহতদের অনেকেই পঙ্গু হয়ে যান চিরতরে। আজ সেই ট্র্যাজেডির ৩৯ বছর পূর্ণ হচ্ছে। 

জাতীয় শোক ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ১৬ অক্টোবর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকেই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।