বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

| ২৯ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

হালকা কুয়াশায় ঘাসের ডগায় শিশিরকণায় মনোমুগ্ধকর বেরোবি ক্যাম্পাস

আল-আমিন সাদিক সায়েম

প্রকাশিত: ১৯:৩৯, ১৮ অক্টোবর ২০২৪

হালকা কুয়াশায় ঘাসের ডগায় শিশিরকণায় মনোমুগ্ধকর বেরোবি ক্যাম্পাস

হালকা কুয়াশায় পথে পড়ে থাকা শিউলি ফুল কচি সবুজ ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশিরকণা। শিশির আর বকুলের গন্ধে মোহনীয়তায় মত্ত সকালের প্রথম প্রহর। এমন দৃশ্যই জানিয়ে দেয় হেমন্ত এসে গেছে।

ঋতু রানি শরৎ এর পরে হালকা কুয়াশা ফেলে আগমন ঘটে হেমন্তের। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল । হেমন্তের রূপে মুগ্ধ হয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। প্রকৃতির আহ্বানে বছর ঘুরে আবার সোনাঝরা হেমন্তকাল। শীতের পর বসন্ত যেমন সুন্দর, শীতের আগ হেমন্তকালও তেমন মনোমুগ্ধকর।

ঋতুরঙ্গের এ দেশমাতৃকায় ষড়্‌ঋতুর পালাক্রমে বৈচিত্র্যময় সাজে সোনালি হয়ে ওঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ক্যাম্পাস। বৈচিত্র্যময় ফুলের সমারোহে ও সুবাসে ভিন্নরূপে সেজেছে বেরোবির প্রকৃতি।

বিশ্ববিদ্যালয়ের সব থেকে সবুজ পথটির নাম বিজয় সড়ক দুপাশে বিশাল বিশাল সবুজ গাছ মধ্য দিয়ে চলে গেছে একটি পথ  একাডেমিক ভবনের দিকে। বিশ্ববিদ্যালয় এর মূল ফটক দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে প্রশাসন ভবন এর যেখানে নানান রঙ্গের ফুল আর সবুজ নানান বৃক্ষ হেমন্তকে আরো সুন্দর করে তুলেছে যেনো সারি সারি এই গাছ গুলো শিউলি আর রাতের রজনীগন্ধা আর বকুল ফুলের গন্ধে মহনীয় হয়ে উঠেছে বেরোবির ক্যাম্পাস।

ভালোবাসার এক অন্যতম নিদর্শন ফুল। প্রেমিকের প্রেম প্রকাশ, কবির কবিতা, লেখকের লেখনী সার্থকতা পেয়েছে ফুলের মধ্যেই। সৌন্দর্যকে বাড়িয়ে তুলে ফুল। তাই তো বুকল শিউলি আর লাল গোলাপে চুলের খোঁপা ও কানে গুঁজে দিয়ে দিব্যি ঘুরে বেড়ান ক্যাম্পাসের রমণীরা। আর ফ্রেমবন্দী করে তোলে সেই সুন্দর মুহূর্ত। আবার ক্যাম্পাসে দেখা মেলে ফুল ও প্রকৃতিপ্রেমীদের, যাঁরা প্রকৃতি কিংবা ফুল দৃষ্টগোচর হলেই তৎক্ষণাৎ মুঠোফোন বা ক্যামেরা বের করে ফ্রেমবন্দী করে রাখেন। তাঁদের জন্যও ক্যাম্পাসের এই নানান ফুলের সমারোহ এক অদ্ভুত ভালো লাগার বিষয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নানান ফুলের এ সমারোহ ক্যাম্পাসের সৌন্দর্যকে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তুলেছে। উত্তরবঙ্গের এই শিক্ষাঙ্গনের এমন মনোরম, সুন্দর ও শান্ত পরিবেশ শিক্ষার্থীদের মন ও মননকে প্রফুল্ল ও মুখর করে তুলেছে। এ ছাড়াও ফল ও ঔষুধি গাছের সবুজ ছায়ায় ক্যাম্পাস হয়েছে আরো শীতল চোখ প্রশান্তিময় শীতলতা হৃদয় জুড়ানো হিমেল হাওয়া শিক্ষার্থী এবং দর্শনার্থী সবাইকে মুগ্ধ করে তোলে হেমন্তের এই ক্যাম্পাস যেনো আরো সুন্দর এযেনো সবুজ কুয়াশার চাদর