মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

| ৭ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

৫ মাস পর ক্লাসে ফিরলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২০ অক্টোবর ২০২৪

৫ মাস পর ক্লাসে ফিরলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ মাস পর আজ রোববার (২০ অক্টোবর) থেকে ক্লাসে ফিরছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহার ছুটি ও টানা আন্দোলনের কারণে এ দীর্ঘ সময়ে তারা ক্লাস-পরীক্ষায় বসতে পারেননি। তবে কয়েক মাসের সেশনজটে পড়ায় উদ্বেগে রয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আজ থেকে সরাসরি ক্লাস শুরু হবে কিছু বিভাগে। তবে পুরোদমে ক্লাস-পরীক্ষা ২৫ অক্টোবরের পর শুরু হবে। ছেলেদের হলে তুলতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিভাগ চাইলে আজ থেকেই ক্লাস শুরু করতে পারবে।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে গত ৩ জুলাই থেকে নানান কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। এ সময় কোটা পদ্ধতির সংস্কার যৌক্তিক পর্যায়ে না নিয়ে আসা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।