ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা জেলা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হাসানুল বান্না অলি এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হুজ্জাতুল্লাহ ভূইয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার ছাত্র কল্যাণ ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, অধ্যাপক ড. আনওয়ারুল ওহাব শাহীন ও কমিটির সদ্য বিদায়ী সভাপতি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য বৃহত্তর কুমিল্লা ( কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ) ছাত্রকল্যাণ ফোরামের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যরা হলেন, সহ সভাপতি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নূর উদ্দিন, একই শিক্ষাবর্ষের আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জাকারিয়া, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাফেজ আবু ইউসুফ এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের রায়হান ইসলাম টিপু। যুগ্ম-সাধারণ সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জিলান খন্দকার এবং একই শিক্ষা বর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু সালেহ মোল্লা। সাংগঠনিক সম্পাদক দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. সাইফুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক একই শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফুল ইসলাম এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. সাকিব হোসাইন।
নব নির্বাচিত সভাপতি হাসানুল বান্না অলি বলেন, সর্বপ্রথম আল্লাহ তায়া’লার শুকরিয়া। এত বড়ো একটা দায়িত্ব অর্পিত হয়েছে।যেটা একা একা পালন করা কখনোই সম্ভব না। সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে আগাতে চাই। সবার আগে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) থেকে আসা সকল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন ঠিক রাখা এবং সাবেক ভাইদের সাথে বর্তমানদের একটা সেতুবন্ধন তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইন শা আল্লাহ।