গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনসহ ১০ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও আহসান হাবীব, সদস্য নুর উদ্দিন ও রাফিজ আহমেদসহ অন্য নেতা কর্মীরা।
তাদের অন্য দাবিগুলো হলো- বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে তিন গুন বৃদ্ধি করা ফি কমাতে পদক্ষেপ নেয়া, হাসিনার পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন, খালেদা জিয়া হল থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও মশার উপদ্রব কমানো, স্বৈরাচারী দোসরদের দ্রুত বিচারের আওতায় আনা, ছুটিকালীন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, ভিক্ষুকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, চিকিৎসাকেন্দ্র আধুনিকীকরণ এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা।
এ বিষয়ে আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, আমরা শিক্ষার্থী সংশ্লিষ্ট ১০ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করি।