ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দিদারুল ইসলাম রাসেল সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈম।
বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম ও অধ্যাপক ড. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক বছরের জন্য নিম্নোক্ত ইউনিট কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হলো। পূর্নাঙ্গ কমিটি অতি দ্রুত বাস্তবায়ন করা যাবে।