কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ১৯৩টি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণের জন্য অপেক্ষমানদের মধ্য থেকে নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী রোববার (২২ ডিসেম্বর) ভর্তি নেওয়া হবে।
কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষিগুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তিকৃত শিক্ষার্থীদের অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। গত ১২ ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিতিতে ভর্তি নিশ্চিতকরণ এবং অটোমাইগ্রেশন সম্পন্ন করেছেন।
পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ১৯৩টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩১টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৮ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫২টি আসন রয়েঝে। এসবআসনের বিপরীতে শূন্য আসন সংখ্যার তিন গুণ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।