শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

| ৭ পৌষ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২০ ডিসেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে প্রাইভেটকারটি জব্দ করে। গাড়িটি একজন সেনাকর্মকর্তার মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, নিহত বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ সিএসই বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।