জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মহড়ায় দিনভর উত্তপ্ত ক্যাম্পাস। সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করে টানা দ্বিতীয় দিনের মতো প্রধান ফটক অবরুদ্ধ করে অগ্নিসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। একইসাথে ত্যাগী ও কারানির্যাতিত নবীনদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা।বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে এক সংবাদ সম্মেলনে এ-সব কথা জানিয়েছে নেতাকর্মীরা।
এর আগে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটানা বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে শোডাউন দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। একইসাথে ক্যাম্পাস দখল করে শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ-সময় নেতাকর্মীদের অনেকের হাতে লাঠিসোঁটা, ইটপাটকেল ও হকস্যাম্প দেখা যায়।
এ-সময় পদবঞ্চিত "বৈষম্যের কমিটি, মানি না মানবো না", "আমরা সবাই তারেক সেনা, ভয় করিনা বুলেট বোমা" পকেট কমিটি, মানি মা মানব না", অছাত্রদের কমিটি মানি না, মানব না", অবৈধ কমিটি, মানি না মানব না" সহ বিভিন্ন স্লোগান দেয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদল হবে নতুন বাংলাদেশের ছাত্র প্রতিনিধি কিন্তু গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি আহবায়ক কমিটিতে অছাত্র, ছাত্রলীগ, হাইব্রিডদ সহ ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করে। যা বিপ্লবোত্তর ছাত্রদলের চেতনা বিরোধী।
নেতাকর্মীরা আরও বলেন, 'অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে জবি ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। এখানে ছাত্রলীগের সাবেক কমিটির অনেক সদস্য লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি। ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাছে জোর দাবি জানাচ্ছি।'
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা এটি একটি সম্মেলন প্রস্তুতি কমিটি দিয়েছি। এটি কোন পূর্ণাঙ্গ কমিটি নয়। এখানে যারা পদ পেয়েছে এবং যারা পায়নি সবাই যোগ্য। কিন্তু আমরা তো দু'জনকে ছাড়া বেশি কাউকে দুটি পদ দিতে পারব না। ছাত্রদল সবসময় ত্যাগী এবং নবীনদের মূল্যায়ন করে আশাকরি তাঁরা সেটা নতুন কমিটি দিলে দেখবে।
তিনি আরও বলেন, গতকাল থেকে জগন্নাথে যাঁরা বিশৃঙ্খলা করে আসছে আহবায়ক কমিটির বিরুদ্ধে এটি দলের নিয়ম বহির্ভূত আচরণ। কোন আপত্তি কিংবা অভিযোগ থাকলে কেন্দ্রে এসে বলতে পারে। তারা যে অভিযোগগুলো করছেন এটি সম্পন্ন মিথ্যা। এ কমিটিতে কোনো অছাত্র, ছাত্রলীগের কেউ নেই। আগামী ৪৫ দিন পরেই সম্মেলন দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।