মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

| ১ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সম্পাদক আবু নাসির

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ৮ জানুয়ারি ২০২৫

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সম্পাদক আবু নাসির


আত্মপ্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু নাসির ত্বোহা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, 'আলহামদুলিল্লাহ ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ফখরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান। 

পোস্টে আরো উল্লেখ করা হয়, 'সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেয়া হয়েছে'।