
পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার অনন্য মহিমায় একাত্ম হয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যের পরিবেশে আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা এবং কর্মচারীরা, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে পাবনা শহরের পুলিশ লাইন্সের পি.সি.সি.এস রেস্টুরেন্টে এই মাহফিল আয়োজন করা হয়। ইফতার আয়োজনকে ঘিরে কর্মচারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। দিনভর রোজা রাখার পর সবাই একত্রিত হয়ে ইফতারের এই মহতী আয়োজনে অংশগ্রহণ করেন, যেখানে আনুষ্ঠানিকতা ছাড়িয়ে ভ্রাতৃত্বের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল-আওয়াল। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। তাদের উপস্থিতি কর্মচারীদের এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ইফতারের আগে কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমী দোয়া পরিচালনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে বিশ্ববিদ্যালয়ের সবার জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।