বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

| ৪ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইবি ছাত্রদলের মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইবি ছাত্রদলের মানববন্ধন

ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ এবং নেতানিয়াহুর ফাঁসির দাবিতে মানববন্ধন এবং মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) শাখা।

মঙ্গলবার ( ৮ই এপ্রিল ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এসময় তাদের হাতে ' ceasefire now, save gaza', 'silence is betrayal, speak for gaza', 'silence is violence, speak for Palestine', 'hands off gaza hands off live, let the children thrive', 'from the river to sea, Palestine will be free' ইত্যাদি প্লাকার্ড দেখা যায়। 

মানববন্ধনে ছাত্রদলের সাবেক ইবি সভাপতি উমর ফারুক বলেন ' আজ ফিলিস্তিনে আমার ভাই-বোন, ছোটো শিশুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এরা কি মানুষ না? এদের একমাত্র দোষ কি এরা মুসলমান? অবিলম্বে জাতিসংঘ, ওআইসি কে সিদ্ধান্ত নিয়ে এই হত্যাকান্ড বন্ধ করতে হবে, নেতানিয়াহুর ফাঁসির সিদ্ধান্ত দিতে হবে, ইসরায়েল কে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। সারা পৃথিবীর সমগ্র মানবতাবাদী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল কে বয়কট করতে হবে। 

এছাড়াও ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন ' I request to all powerful Muslim countries and leaders to declare war against Israel. Please Liberate them. save Palestine, Save Gaza. Boycott Israel. '

এছাড়াও ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন ' এই নেতানিয়াহু প্রতিবার রমজান মাস শুরু হলেই আমার ফিলিস্তিনি ভাইবোনদের উপর জুলুম নির্যাতন শুরু করে। এবার সে রমজান মাসে যুদ্ধবিরতী চুক্তি ভঙ্গ করে আমার মা-বোন, শিশু দের নির্মমভাবে হত্যা করছে। এই ইহুদীরা সেখানে চিকিৎসকদের হত্যা করছে, সাংবাদিকদের হত্যা করছে। সারাবিশ্বে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। সারাবিশ্বের মুসলিমদের ধারক বাহক আরব নেতাদের ভূমিকা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। তারা আজ মদ,জুয়া,নারী নিয়ে ব্যস্ত। আমি আপনাদেরকে বলতে চাই, হাশরের ময়দানে যখন ঐ নারী - শিশুরা আল্লাহর কাছে বিচার দিবে যে এ শাসকরা আমাদেরকে কোনো সাহায্য করেনি তখন আপনারা কেউ রেহাই পাবেন না। তাই আপনারা ফিলিস্তিনের পাশে দাড়ান।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়। এরপর মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।