
‘আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই গত ১৬ বছরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা যুবসমাজ ভোটাধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। হাসিনা পালালেও এখনো পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাতাস পাইনি। তাই দ্রুত সময়ের মধ্যে এ সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে’ বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।
মঙ্গলবার ( ৮ই এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনী কতৃক সংগঠিত গনহত্যা বন্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কতৃক আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন ‘ আজ যে মুহুর্তে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে দাড়িয়ে বক্তব্য দিচ্ছি, এসময়েও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ২০২৩ সাল থেকে ইসরায়েলী বাহিনী ফিলিস্তিনের উপর যে গনহত্যা চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সেটা সমগ্র মুসলিম উম্মাহ মেনে নিতে পারে না। আমরা আন্তর্জাতিক নেতৃবৃন্দদের বলতে চায়, অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে ইসরায়েলের শাস্তি নিশ্চিত করতে হবে।
আপনারা জানেন গত ১৬ বছর সৈরাচার হাসিনা ইসরায়েলের মতো ই আমরা যারা স্বাধীনতাকামী, অন্যায় অবিচার বিরোধী নেতাকর্মী ছিলাম তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। সে আমাদের ভাইদেরকে গুম,খুন,পঙ্গু করেছে। অবশেষে ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা লক্ষ করছি ৭ মাস হয়ে গেলেও আওয়ামী দোসরদের সকল জায়গা থেকে বিতাড়িত করা যায়নি বরং তাদের পূনর্বাসনের চেষ্টা চলছে। আমরা এটা মেনে নিব না’
ছাত্রদল ইবি শাখার বর্তমান সদস্য সচিব রুমি মিথুনের সঞ্চালনায় এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল ইবি শাখার বর্তমান আহবায়ক সাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার পারভেজ, সাবেক সভাপতি উমর ফারুক সহ আরও অনেকে।