শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

| ৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইবির আরবি বিভাগে বিদায় অনুষ্ঠান ও সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১২ এপ্রিল ২০২৫

ইবির আরবি বিভাগে বিদায় অনুষ্ঠান ও সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এম.এ ২২-২৩ শিক্ষাবর্ষের বিদায় এবং বিভাগীয় সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার ( ১২ই এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা ভবনে এটি অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগের সদ্য বিদায়ী  চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোত্তালিব বলেন ‘আমাকে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করতে গিয়ে ২ টি বড় সংকট মোকাবেলা করতে হয়েছে। একটি হচ্ছে করোনা সংকট, আরেকটি হচ্ছে জুলাই অভ্যুত্থান যার মাধ্যমে দেশে একটা বড় পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ ১৬ বছর সময় ধরে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আশা করছি জুলাই বিপ্লবের এই নতুন বাংলাদেশে এ বৈষম্য দূর হবে। এর প্রথম সাক্ষী হবে তোমাদের এই মাস্টার্স ২২-২৩ এর ব্যাচ। তোমরা যদি সফল হতে পারো তাহলে আবারো প্রমান হবে যে এই বিভাগের শিক্ষার্থীরা দেশ ও জাতির জন্য ভূমিকা রাখতে সক্ষম। 

বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন 
‘সাহিত্যিক দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভষা আরবি।  পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আরবি ভাষা। আরবি ভাষা মর্যাদা পেয়েছে নবী (স) এর কারনে, কোরআনের কারনে,হাদিসের কারনে। তবে পঞ্চদশ শতকের আগে এ ভাষার ইতিহাস ভালো ছিলো না।কারন এই ভাষায় বিভিন্ন ভাবে বিভিন্ন খারাপ বিষয় উপস্থাপন করা হতো। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন ‘ সাহিত্য বিষয়টা অন্য সকল বিষয় থেকে ভিন্ন।  তোমাদেরকে মূলত আরবি, বাংলা এবং ইংরেজি ৩ ভাষায় ই দক্ষতা অর্জন করতে হবে। তোমাদেরকে আরবি নিয়ে গভীর গবেষণা করতে হবে। তাহলেই তোমরা সফল হতে পারবে।

 এসময় আরও  উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অত্র বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, প্রফেসর ড. আব্দুস সালাম, অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইবির সভাপতি ড. মোঃ মাহমুদুল হাসান এবং সদস্য কর্নেল আবদুল মোক্তাদেরসহ আরও অনেকে।