
ছাত্রীদের যৌন হয়রানি ও ছাত্রদের সমকামিতায় বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের ইনক্রিমেন্ট বাতিলসহ এক বছরের বাধ্যতামূলক ছুটির সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে এ শাস্তিতে বিভাগটির শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় তাদের দাবির পরিপ্রেক্ষিতে হাফিজের শাস্তি ফের পর্যালোচনা করছে প্রশাসন। পেতে পারেন আরও বড় শাস্তি।
রবিবার (২৭ এপ্রিল) কাউন্সিল শাখার উপ-রেজিস্টার মোল্লা শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় শাস্তি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেট সদস্য ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. আশরাফুর রহমান হাফিজের শাস্তি পর্যালোচনার কাজ করছেন।
উপ-রেজিস্ট্রার মোল্লা শফিকুল আলম বলেন, হাফিজের বিরুদ্ধে নেওয়া পূর্বের শাস্তি বহাল আছে। তবে শাস্তি পর্যালোচনার জন্য সিন্ডিকেট সভায় ডিআইজি মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত প্রতিবেদনের আলোকে শাস্তি পর্যালোচনা করে রিপোর্ট দিলে হয়তো সামনের সিন্ডিকেটে বিষয়টা উঠবে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হাফিজুল ইসলামের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ছাত্রীদের ‘নষ্টা ও বাজারের মেয়ে’সহ প্রকাশের অনুপযোগী বিভিন্ন ভাষায় গালিগালাজ, কথা না শুনলে মার্ক কম দেওয়া, মেয়েদের পার্সোনাল নাম্বারে কল দিযে বিরক্ত করা, ফেইক আইডি দিয়ে বিভিন্ন ছাত্রীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও ছাত্রদের জোরপূর্বক সমকামীতায় বাধ্য করা সহ নানা অভিযোগ রয়েছে। তার অপসারণের দাবিতে প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন বিভাগের শিক্ষার্থীরা। পরে উপাচার্যের কাছে তারা লিখিতভাবে ২৭ দফা অভিযোগ করেন ও মৌখিকভাবে ঘটনার বর্ণনা দিলে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়।