আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জোহা বাঁধন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সর্বমোট ৬টি ওজন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। সেগুলো হলো ৫০, -৫৫, -৬০, -৬৬, -৭৩, ৭৩+ কেজি ওজন। একটি ওজন শ্রেণীতে ৫টি বিশ্ববিদ্যালয়ের ২ জন করে প্রতিনিধি অংশ নিতে পারে। লীগ অনুযায়ী খেলা পরিচালিত হয়।
এর মধ্যে ছেলেদের মাইনাস (-) ৭৩ কেজি ওজন শ্রেণীতে চার বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে স্বর্ণ পদক জয় করেন আসাদুজ্জোহা বাঁধন। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য চার বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ।
এ বিষয়ে আসাদুজ্জোহা বাঁধন বলেন, ‘স্বর্ণপদক পাওয়ার অনুভূতি অন্যরকম। এ পদক আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে এটিই আমার শেষ অংশগ্রহণ।
এআই