শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণইফতার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাধারন শিক্ষার্থীরা।
ঘোষনায় বলা হয়, এই দুই ক্যাম্পাস ইফতার পার্টি নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে হাজার বছরের বাঙ্গালি মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করেছে। এর প্রতিবাদে ১ম রমজান (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বাদ আছর এই গনইফতার কর্মসূচির আয়োজন করা হয়।এতে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মসূচিতে ইফতারের পাশাপাশি কুরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, এর আগে সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে।
এজেড