প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সীরাত মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
"সীরাত মাহফিল বাস্তবায়ন কমিটি ২০২৪"এর উদ্যোগে আয়োজিত এ সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামিক ব্যাক্তিত্ব, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
এছাড়া মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দীন তালুকদার, ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা, বিশিষ্ট কবি ও লেখক মাওলানা মুসা আল হাফিজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মোখতার আহমাদ।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেছেন আন্তর্জাতিক ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির আহমেদ। এরপর মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর আলোচনা করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
মাহফিলের দ্বিতীয় সেশন শুরু হয় বিকাল ৫টায়। এ সেশনের শুরুতে পর্বে ‘জলসায়ে ইশকে মুহাম্মাদ (সা.)’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন ইসলামি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী কলরব, সাইমুম, সিলসিলা ও হেভেন টিউন। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আবু উবায়দা, শেখ এনাম, হুজায়ফা মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এ মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মাদ এহসানুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শামছুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দীন খান উপস্থিত ছিলেন।