বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

দুর্গাপূজার ছুটি একদিন বাড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ে

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ১৫ অক্টোবর ২০২৩

দুর্গাপূজার ছুটি একদিন বাড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ে

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি একদিন বাড়ানো হয়েছে। যার ফলে আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে। এদিকে ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত একাডেমিক ও দাফতরিক সকল কার্যক্রম থাকবে বিশ্ববিদ্যালয়টির।

রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর শিক্ষার্থীদের শুধু ক্লাস বন্ধ থাকবে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। যেহেতু বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি তাই ২৮ অক্টোবর (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয় পুরোদমে চলবে।

তিনি জানান, অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। এছাড়াও প্রহরীদের স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।