অধ্যক্ষের সঙ্গে কৃতি দুই শিক্ষার্থী
এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের ৬ হাজার ৪৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ৮৭৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫ হাজার ৬১৩ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। ফল প্রকাশ করা হয়েছে অন্য শিক্ষাবোর্ডেও।
ঢাকা বোর্ডের ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান আল ইসলাম। তিনি বিজ্ঞান বিভাগ থেকে ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৬ নম্বর পেয়ে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছেন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। চলতি বছরের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবে।
সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিষ্ঠান থেকে ১৬৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ জন ও সাধারণ গ্রেডে ১৩২ জন রয়েছেন। মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বিভাগীয় ধারাবাহিকতার পঞ্চম স্থানে রয়েছে আল- আমিন কাজী ও নীরব জামান। বিজ্ঞান বিভাগ থেকে প্রথম, নবম, ১৪ তম ও ২০তম স্থানসহ ট্যালেন্টপুলে ১৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। পঞ্চম, অষ্টম স্থানসহ মানবিক বিভাগের ১১ শিক্ষার্থী ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পঞ্চম, অষ্টম ও দ্বাদশ স্থানসহ ছয় শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এমন ফলাফলের জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই।