তীব্র তাপপ্রবাহে বন্ধ থাকার পর আগামী শনিবার (৪ মে) দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাপপ্রবাহের কারণে বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। শনিবার থেকে যথারীতি সারাদেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলবে। তবে তাপপ্রবাহের কারণে কিছু জেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।
এদিকে নতুন কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠান দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি থাকার কথা থাকলেও কারিকুলাম বাস্তবায়নের জন্য শনিবারের ছুটি আপাতত বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে শনি থেকে বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম চলবে মাধ্যমিক বিদ্যালয়ে।
আর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আগামী রবিবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।