বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

আহমেদ বাওয়ানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ১৯ আগস্ট ২০২৪

আহমেদ বাওয়ানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে অপসারণ

আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল। ইনসেটে মোশাররফ হোসেন মুন্সি।

আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সিকে অপসারণ করা হয়েছে। গভর্ণিং বডির সদস্যরা ১৯ আগস্ট, সোমবার এ সিদ্ধান্ত নেন।

শিক্ষা প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে গত ৬ আগস্ট থেকে ছাত্ররা আন্দোলন করে আসছিল। অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পদত্যাগ দাবির আন্দোলন চললেও নানা রকম তালবাহানা ও ছলচাতুরি আশ্রয় নিয়ে পলাতক থেকে কালক্ষেপণ করে আসছিলেন অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী।

আরও বলা হয়, প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গভর্নিং বডির সদস্য, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র জনতার চাপের মুখে বাধ্য হয়ে মোশাররফ হোসেন মুন্সিকে আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পর থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।