শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

| ৩ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

মাহবুবুর রহমান মোল্লা কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭৬৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ১৫ অক্টোবর ২০২৪

মাহবুবুর রহমান মোল্লা কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭৬৫ জন

এইচএসসি পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের মোট ২৭৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৬৫ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৬৪ দশমিক ৪২ শতাংশ। কলেজটি থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৭২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬৫ জন এবং মানবিক বিভাগ থেকে ২৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। 

প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা আর শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় ভাল ফল সম্ভব হয়েছে। তিনি কলেজের সব শিক্ষক, শিক্ষার্থীদের অভিনন্দন জানান। 

অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন বলেন, সুষ্ঠু পরিকল্পনা, কঠোর শৃঙ্খলা এবং অধ্যবসায় আমাদের এগিয়ে চলার মূল চাবিকাঠি। 

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী গালিব হাসান বলেন, এই প্রাপ্তি আমার জীবনে শ্রেষ্ঠ অর্জন। বাবা-মায়ের প্রত্যাশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।