বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

| ২৯ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

১৬ দফা দাবিতে মানববন্ধন মোহাম্মদপুর প্রিপারেটরি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ৬ নভেম্বর ২০২৪

১৬ দফা দাবিতে মানববন্ধন মোহাম্মদপুর প্রিপারেটরি অভিভাবকদের

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজে ১৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির অভিভাবকরা। বুধবার ক্যাম্পাসটির সামনে শতশত অভিভাবক এ বিক্ষোভে অংশ নেন। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির অভিভাবক মেহেরুন নেসা ঝরনা।

তিনি এ সময় সেশন ফি কমানো, পরীক্ষার ফি বাতিল, অনুপস্থিতি ফাইন পুন:বিবেচনা, প্রতিষ্ঠানে নিরাপদ খাবার পানি নিশ্চিত করাসহ মোট ১৬ দফা দাবি উপস্থাপন করেন।

অন্য দাবিগুলো হলো, অভিভাবকদের জন্য ওয়েটিং রুম ও ওয়াশ রুমের ব্যবস্থা করা, অভিভাবক মিটিংয়ে অধ্যক্ষ বা উপাধ্যক্ষের উপস্থিতি নিশ্চিত, গভর্নিং বডিতে অভিভাবক প্রতিনিধি কেবল মাত্র নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা, শিক্ষকদের পড়াশোনার বিষয়ে আরো সংবেদনশীল হওয়া, অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা, ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সাথে শ্রেণীকক্ষে অবশ্যই ইংরেজিতে কথোপকধন করা, শিক্ষার্থীদেকে কোন প্রকার হয়রানি না করা, উপযুক্ত ক্রীড়া প্রাঙ্গন নিশ্চিত করা ও শিক্ষার্থীদের ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা।
এ সময় মানববন্ধনে সাবেরা ইসলাম, মাহাবুব হাসান রাসেল, নোটন, বিথী, সাথী, প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি । আশা করছি কলেজ কর্তৃপক্ষ আমাদেও দাবি মেনে নিবেন। অন্যথায় আমরা দাবি আদায়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

জানা গেছে, রাজধানীর এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ দীর্ঘদিনের।

নিয়ম অনুযায়ী, এখানে বছরে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিভাবকরা জানান, বিগত সময়গুলোতে এসব পরীক্ষার কোন ফি নেয়া হয়নি। কিন্তু হঠাৎ করে এ বছর শিশু শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার ফি ধার্য করা হয় ২ হাজার টাকা।

প্রায় ১২ হাজার শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটির স্কুল শাখায়। সে হিসেবে প্রতিষ্ঠানটিতে ১বছরের পরীক্ষার ফি জমা হয় ২ কোটি ৪০ লাখ টাকা। এটাকে অনিয়ম বলছেন মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা।