ফাইল ফটো
এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর-২০২৪ এর বেতন এখন পর্যন্ত অধিকাংশ শিক্ষকের একাউন্টে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি'র কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব।
নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত একাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীগণ। এতে করে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক ব্যাপার। শিক্ষক-কর্মচারীগণ মানবেতর জীবন যাপন করছে। এতে করে শিক্ষকরা ক্ষুব্ধ।
মন্ত্রণালয় শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে। যা একধরনের প্রহসন। যদি কাগজপত্র নীরিক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেয়া হয়ে থাকে তাহলে ইএফটি প্রক্রিয়ার আগে সে কাজটি করা উচিৎ ছিলো। ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না।
নেতৃবৃন্দ আরও বলেন, এমপিও সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখা উচিৎ।
অতিসত্ত্বর লাখ লাখ শিক্ষক-কর্মচারীদের অর্থ সংকট লাঘবে বেতন ছাড় দেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।