বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

| ২৩ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আটকে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ২৪ জানুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আটকে দিল পুলিশ

দশম গ্রেড বাস্তবায়ন দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে পদযাত্রা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুক্রবার দুপুরের পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন তারা।

শাহবাগ থানার সামনে এলে পদযাত্রাটিতে বাধা দেয় পুলিশ। শিক্ষকরা শাহবাগ থানার বিপরীত পাশের সড়কের উপর বসে পড়েন। এতে করে বন্ধ হয়ে যায় যানচলাচল। তৈরি হয় দীর্ঘ যানজট। তীব্র ভোগান্তিতে পড়েন টিএসসি থেকে শাহবাগ এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখের সড়কে চলাচলকারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহযোগিতায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি নিয়ে যান। 

সকালে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের- 'এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন ম্লোগান দিতে দেখা যায়।

শিক্ষকরা সরকারের প্রতিনিধিদের দুপুর ২টার মধ্যে তাদের সঙ্গে আলোচনার জন্য সময় বেঁধে দেন। তবে এসময়ে মধ্যে সরকারের প্রতিনিধি কেউ না আসলে তারা পৌনে ৪টার দিকে পদযাত্রা কর্মসূচি নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন। তারা তাদের দাবি-দাওয়া প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে দিতে সেখানে যেতে চাইলে পুলিশ কর্মকর্তারা বাধা দেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, শিক্ষকরা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন। আমরা তাদের বুঝিয়ে সেখান নিবৃত করেছি। আমাদের সহযোগিতায় তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি নিয়ে গেছেন। 

শিক্ষকরা জানান প্রতিনিধি দলে ছিলেন- মো. মাহবুবুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, মো.লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে ১৩ তম গ্রেডে বেতন পান। দীর্ঘদিন ধরে তারা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছিলেন।