ইন্টারনেটের ধীরগতি ও বন্ধ হওয়া প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট- সবকিছু মিলিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুটা কষ্ট হতে পারে। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো ধৈর্যের সঙ্গে সরকারকে সহযোগিতা করবেন।’
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে ‘দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে’ উদ্বোধনী অনুষ্ঠান সাংবাদিকদের এসব কথা বলেন পলক। এতে সভাপতিত্ব করেন যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘যখন আন্দোলন হয়, বেশি জনসমাগম হলে তখন প্রযুক্তির একটা সমস্যা তৈরি হয়। যখন আমরা লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গুজব, মিথ্যা, অপপ্রচারকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। দেশে ও দেশের বাইরে থেকে কিছু কনটেন্ট বুস্ট করা হচ্ছে। টাকা দিয়ে মিথ্যা খবর পৌঁছে দেওয়ার অপকৌশল বা ষড়যন্ত্র এটা যখন আমরা দেখছি তখন আমরা মনে করেছি দেশের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার।’
তিনি বলেন, ‘একদিকে পুলিশ চেষ্টা করছে মানুষের নিরাপত্তা রক্ষার, আমরা চেষ্টা করছি সাইবার নিরাপত্তা নিশ্চিত করার। নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সবার সহযোগিতা চাচ্ছি।’