ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আগামীকাল বুধবারও (৩০ অক্টোবর) সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন বক্তব্য দেন সাত কলেজ আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না করলে আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তারা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে আজকে তারা সড়কে নামেন।