বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

এসএসসির পুননিরীক্ষণের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১১ জুন ২০২৪

এসএসসির পুননিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) এ ফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখা যাবে। 

তথ্যমতে, পুনঃনিরীক্ষণের ফলাফলে ঢাকা শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১২৭ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর। দাখিল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ১৪৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন পরীক্ষার্থী। মোট ৩৮২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

ঢাকা শিক্ষাবোর্ডের পুনঃনিরীক্ষণের ফল দেখুন এখানে

সিলেট শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২২ শিক্ষার্থী, ফেল থেকে  জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৮ জন শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২৪৯ জন শিক্ষার্থীর।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড।  নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০১ শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ২৬৩ শিক্ষার্থী। 

দিনাজপুর শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৫০ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন শিক্ষার্থী। এছাড়াও ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন দুইজন শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে মোট ৮৭৭ জন শিক্ষার্থীর।