বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ৩০ জুন ২০২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বৃষ্টির কারণে ছাতা হাতে কেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ রবিবার। তবে বন্যার কারণে সিলেট বিভাগের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু হয়নি। এই বিভাগের পরীক্ষাগুলো আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

পরীক্ষা শুরুর কমপক্ষে আধাঘণ্টা আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করার নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। পরীক্ষা শুরুর প্রথম দিনে অনেক কেন্দ্রে পরীক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা গেছে।

চলতি বছর সারা দেশের ১ হাজার ৫৬৬টি কেন্দ্রে ৪ হাজার ৮৭০ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখ্যা ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠু করতে গতকাল থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত সারাদেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষার হলের সুষ্ঠু পরিবেশের স্বার্থে কেন্দ্র পরিদর্শন করেননি শিক্ষামন্ত্রী।