বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ১৮ জুলাই ২০২৪

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

দেশের চলমান ছাত্র আন্দোলনের কারণে এইচএসসি ও সমমানের ২১ জুলাই ২৩ জুলাই ও ২৫ জুলাইয়ের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাই থেকে পূর্ব ঘোষিত পরীক্ষাগুলোর অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে শিক্ষা বোর্ড।

প্রসঙ্গত, চলমান ছাত্র আন্দোলনের কারণে সারাদেশের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। একই কারণে ১৮ জুলাই, বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।