বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

| ৪ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ১ আগস্ট ২০২৪

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন সূচি না হওয়া পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত থাকবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তিন দফায় এইচএসসির ৮টি পরীক্ষা স্থগিত করেছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট।

এখন নতুন সিদ্ধান্ত হলো ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।