মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

| ১ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

আটক ৩ এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ১ আগস্ট ২০২৪

আটক ৩ এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়

কোটা সংস্কার আন্দোলনে জড়িত দাবি করে এইচএসসি কয়েকজন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এর প্রেক্ষিতে পরীক্ষায় না বসার সিদ্ধান্ত জানিয়েছে বিভিন্ন কলেজের এইচএসির পরীক্ষার্থীরা। আটক এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ  কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আইনজীবী নিয়োগের কধা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা ৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা  মন্ত্রণালয়।