শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

| ৭ পৌষ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

স্থগিত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে যা জানা গেল

ক্যাম্পাস বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ২ সেপ্টেম্বর ২০২৪

স্থগিত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে যা জানা গেল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য গত ২৫ জুনের ২০২৪ তারিখের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতাউর রহমান এ তথ্য জানান। 

তিনি  জানান, নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে, এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। বন্যার আগে ছাত্র জনতার আন্দোলনের কারণেও পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

 

#এসএন