গুচ্ছ বহাল দাবি: ইউজিসির আলোচনার আহবান প্রত্যাখান শিক্ষার্থীদের
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে ইউজিসির সামনে এলে তাদেরকে আলোচনায় বসার আহবান জানায় কর্তৃপক্ষ। তবে তারা তাতে রাজি না হয়ে দাবি মানার আহবান জানিয়েছেন।