মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

| ১ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইউজিসি চেয়ারম্যান হলেন ড. এসএমএ ফায়েজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৪

ইউজিসি চেয়ারম্যান হলেন ড. এসএমএ ফায়েজ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানানো হয়। এসএমএ ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান। একইদিনে ইউজিসিতে যোগদান করেছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এস এম এ ফায়েজের মেয়াদ হবে চার বছরের। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। 

ইউজিসি সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণে গত মাসে পদত্যাগ করেন। পদত্যাগের আগে ছুটি না নিয়ে অস্ট্রেলিয়া থেকে চেয়ারম্যান পদের বেতনসহ আর্থিক সুবিধা গ্রহণ করছিলেন তিনি। এছাড়া গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।