রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

| ২২ পৌষ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হলেন ড. মাছুমা হাবিব 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ১৮ ডিসেম্বর ২০২৪

ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হলেন ড. মাছুমা হাবিব 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিম্যাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. মাছুমা হাবিব। বুধবার চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একইদিন বিকালে তিনি যোগদান করেন।

অধ্যাপক মাছুমা হাবিব বাকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়টির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট ও সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং- এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাকৃবি থেকে ১৯৯২ সালে অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে বিএসসি এবং ১৯৯৮ সালে অ্যানিম্যাল নিউট্রেশন বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।